বোলারের ক্রিকেটীয় স্পিরিটে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:১৫| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৮:১৬
অ- অ+

ক্রিকেট পরিচিত জেন্টলসম্যানস গেম হিসাবে। স্পোর্টসম্যান স্পিরিট দেখিয়ে ক্রিকেটের সেই নামের প্রতি সুবিচার করলেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইসুরু উদানা। রান নিতে গিয়ে হোঁচট খেয়ে পড়া ব্যাটসম্যানকে রান আউট না করে নেটিজেনদের মন জয় করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় চলছে মান্সি সুপার লিগ। টি-২০ ফরম্যাটের সেই প্রতিযোগিতায় পার্ল রক মুখোমুখি হয়েছিল নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টসের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৬৮ রান তোলে পার্ল রক।

সেই রান তাড়া করতে নেমে শেষ দু’ওভারে বে জায়ান্টসকে তুলতে হত ৩০ রান। ১৯ তম ওভারে বল করছিলেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইসুরু উদানা। সেই ওভারে জায়ান্টসের হেইনো কুন স্ট্রেট ড্রাইভ মারেন উদানার বলে। কিন্তু ২৬ বছর বয়সি বোলার আটকে দেন তা। সেই সময়ই রান নিতে গিয়ে পড়ে যান নন স্ট্রাইকার প্রান্তে থাকা মার্কো মারাইস।

উদানা চাইলেই মারাইসকে রান আউট করতে পারতেন। কিন্তু তা করেননি তিনি। এই ঘটনার ভিডিও মান্সি সুপার লিগের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। এটি পোস্ট করে লেখা হয়েছে, ‘স্পিরিট অব ক্রিকেট’।

(ঢাকাটাইমস/১২ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
দলের কেউ অনৈতিক কাজ ও অপরাধ করলে কঠোর ব্যবস্থা: বিএনপির সতর্কতা
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা