কুমিল্লায় স্কুল হোস্টেলের পেছনে ছাত্রের লাশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭
অ- অ+

কুমিল্লার কোটবাড়িতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল নামে একটি বিদ্যালয়ের হোস্টেলের পেছনে ঝুলন্ত অবস্থায় থাকা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাব্বির (১১) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রামের প্রাবাসী হুমায়ন কবির মোল্লার ছেলে। সে সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। স্কুলের হোস্টেলে থেকে বড় ভাই সৈকতের সাথে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা করত।

তার মামা নাজমুল হুদা মোল্লা জানান, কোটবাড়িতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে সাব্বির ও তার বড় ভাই সৈকত পড়াশোনার সুবাদে ওই বিদ্যালয়ের হোস্টেলের দোতলায় ২০২ নম্বর রুমে থাকত। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল সাব্বির গত কয়েকদিন আগে পিএসসি পরীক্ষা দিয়েছে। আর বড় ভাই সৈকত ওই একই স্কুলে নবম শ্রেণিতে পড়ে।

তিনি জানান, আজকে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল হোস্টেরের পেছনে সাব্বিরের লাশ ঝুলন্ত দেখে তার সহকারীরা স্কুল শিক্ষকদের জানায়। পরে শিক্ষকরা কোটবাড়ি পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম জানান, আমি একটি কাজে ঢাকায় আছি। একজন ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা স্কুল থেকে শিক্ষকরা আমাকে জানিয়েছে। আমি ঘটনা শুনেই কুমিল্লা সিটি কর্পোরেশনের স্থানীয় ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। স্কুল ছাত্র কিভাবে মারা গিয়েছে তদন্ত পর সঠিক কারণ জানা যাবে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার তদন্ত পরিদর্শক অমল কৃষ্ণ ধর বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে কোটবাড়ি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের হোস্টেলের পিছন থেকে ওই বিদ্যালয়ের এক ছাত্রে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমান ওই ছাত্রে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোন মামলা বা অভিযোগ হয়নি।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
খাদ্য পরিদর্শককে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা