পিএসজির বড় জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:২৫
অ- অ+

ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন। সেন্ট এতিয়েনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে এমবাপেরা। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো প্যারিসের জায়ান্টদের।

নবম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্র প্যারেডেসের গোলে এগিয়ে যায় পিএসজি। হুয়ান বের্নাতের শট গোললাইন থেকে প্রতিপক্ষ ডিফেন্ডার বিপদমুক্ত করলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যান পারেদেস। দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

২৫তম মিনিটে প্যারেডেসকে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন সেন্ট এতিয়েনের মিডফিল্ডার জঁ-উদ। প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম থাকার সুযোগ পুরোপুরি কাজে লাগায় পিএসজি। একের পর এক আক্রমণে এতিয়েনের রক্ষণে দারুণ চাপ তৈরি করে সফরকারীরা।

৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। নেইমারের থ্রু বল ধরে প্লেসিং শটে জাল খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

৫৫তম মিনিটে এঞ্জেল ডি মারিয়ার বাঁ পায়ের শট ফেরে ডান দিকের পোস্টে লেগে। সাত মিনিট পর নেইমারের স্পট কিকও ফেরে একই পোস্টে লেগে। ব্রাজিলিয়ান তারকা নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি।

৭২তম মিনিটে তৃতীয় গোলটি করেন ইকার্দি। লেইভিন কুরজাওয়ার ক্রসে ডি-বক্সে উড়ে আসা বল ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ছয় গজ বক্সে ফাঁকায় পেয়ে যান তিনি। নিখুঁত ভলিতে বল জালে জড়ান চলতি মৌসুমে ইন্টার মিলান থেকে ধারে আসা এই ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলে পিএসজির হয়ে ১৪ ম্যাচে এটি তার ত্রয়োদশ গোল।

৮৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এমবাপে। চলতি মৌসুমে লিগে এটি তার নবম গোল।

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ!
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা