টেস্ট নিয়ে উদ্বিগ্ন বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০১৯, ১২:৪৩
অ- অ+

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএল। এর পরই আগামী বছরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলের পর আর বিশ্বকাপের আগে একাধিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট নয়, টেস্ট ক্রিকেট নিয়েই যত ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। পাঁচদিনের ক্রিকেটে দুই দিন না থাকতে পারা দলকে নিয়ে বিসিবি পরিচালকদের কপালে পড়ছে চিন্তার ভাঁজ।

রঙিন পোশাকে যেনতেন, সাদা জার্সি গায়ে চাপলেই মলিন হয়ে যায় বাংলাদেশ দলের পারফর্মেন্স। কিছুদিন আগে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে টেস্ট হারের পর ভারতে গিয়ে রীতিমত আত্মসমর্পণ করেছে টাইগার বাহিনী। দুই ম্যাচ টেস্ট সিরিজের দুইটাতেই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। টাইগারদের এমন বাজে পারফর্মেন্সে একেবারেই সন্তুষ্ট নয় নির্বাচক হাবিবুল বাশার।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বাশার বলেন, ‘টেস্ট ম্যাচের পারফর্মেন্সে আমি সন্তুষ্ট নই। আফগানিস্তান ও ভারতের সাথে বাজেভাবে হেরেছে দল। তিনটি টেস্টেই বাংলাদেশের করুণ দশার দেখা মিলেছে। আমরা আশাবাদী পাকিস্তানে ভালো করব। তিন টেস্টের পর খেলোয়াড়রা বুঝতে পেরেছেন তাদের কোথায় উন্নতি করা দরকার।’

তিনি আরো বলেন, ‘সবশেষ টেস্ট সিরিজে ব্যাটিং-বোলিং কোথাও আমরা ভাল করিনি। ব্যাটসম্যানরা বাজেবাবে আউট হয়েছেন। আমরা একটা স্থায়ী দল চাচ্ছি। তার মানে এই না, যে প্লেয়ার বাজে খেলবে তাকেও দলে সুযোগ দেওয়া হবে। দিনশেষে দলে থাকতে হলে ভালো পারফর্ম করতেই হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাশার বলেন, ‘আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সব দলগুলোই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। আমরাও বিপিএলের মাধ্যমে প্রস্তুতি সেরে নিচ্ছি। টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকলেও টেস্ট ক্রিকেটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলছে না বোর্ড।’

(ঢাকাটাইমস/১৬ ডিসেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা