‘রত্নগর্ভা’ ফাতেমা খানম আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৫১
অ- অ+

রত্নগর্ভা ফাতেমা খানম মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭০ বছর। সুপ্রিম কোর্টের প্রয়াত আইনজীবী খোরশেদ আলমের স্ত্রী ফাতেমা খানম ৯ ছেলেমেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

বিষয়টি ঢাকা টাইমসকে জানান ফাতেমা খানমের মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের সহাকারী অধ্যাপক শামীমা আক্তারের স্বামী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ড. মোহাম্মাদ মাহবুব রব্বানী। তিনি জানান, মরহুমার ছেলে মেয়েরা বিদেশ থেকে আসার পর কোথায় কখন দাফন করা হবে সেটি জানানো হবে।

ফাতেমা খানম ‘দি ইঞ্জিনিয়ার্স-রত্নগর্ভা মা ২০১৯’ পদক পেয়েছেন। প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র এবং দি ইঞ্জিনিয়ার্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রত্নগর্ভা প্রকৌশলীদের মায়েদের এ সম্মাননা দেয়া হয় তাকে। এই ‘রত্নগর্ভা’র ছেলেমেয়েরা কেউ সচিব, কেউ ইঞ্জিনিয়ার, কেউ চিকিৎসক, কেউবা আবার আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত।’

ফাতেমা খানমের ছেলে ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম। তিনি জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটি থেকে এমএসসি ইঞ্জিয়ারিং ডিগ্রি অর্জন করে বর্তমানে বিশ্ববিখ্যাত ইঙঈঝঐ কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তিনিসহ অন্য ছেলেমেয়েরা দেশে ফেরার পর তাকে দাফন করা হবে।

ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এআইএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
মধুখালীর কোমরপুর গ্রামের দুইপক্ষের দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করলেন নাসিরুল ইসলাম
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: তিনজন ৬ দিনের রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা