সাউথইস্ট ব্যাংকের দুইটি উপশাখার উদ্বোধন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০১৯, ২১:৪০
অ- অ+

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ২২ ডিসেম্বর ঢাকার উত্তরায়, রবীন্দ্র সরণি উপশাখা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্টি বাজার উপশাখার উদ্বোধন করেছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনের উপস্থিতিতে ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শিল্পপতি মোহাম্মদ আলী খোকন, ব্যবস্থাপনা পরিচালক, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড রবীন্দ্র সরণি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্টি বাজার উপশাখার উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান।

সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সবখানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের রবীন্দ্র সরণি উপশাখা এবং বান্টি বাজার উপশাখা হতে আধুনিক বাণিজ্যিক ব্যাংকিং সেবাসমূহ (বৈদেশিক লেনদেন ছাড়া) প্রদান করা হবে।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা