সিলেটে ১৭ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:১০
অ- অ+

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে উদ্ধারকৃত প্রায় ১৭ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বেলা ২ টায় সিলেটের ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবি জানায়, ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, তিন হাজার ২২৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, এক হাজার ১৯৮ বোতল ফেনসিডিল, ৮৫ বোতল বিয়ার, ৬৬ হাজার ৩৯৭ পিস ইয়াবা, ৬৪ লাখ ৫ হাজার ৮২৫ পিস ভারতীয় বিড়ি এবং ৩৫ লাখ ৭১ হাজার ৪০০পিস সিগারেট।

বিজিবি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ধ্বংসকৃত মাদক দ্রব্যের আনুমানিক দাম প্রায় ১৬ কোটি ৯৮ লাখ ৬৭ হাজার ৫৮২ টাকা।

২০১৮ সালের ৫ মে থেকে ২০১৯ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়।

সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরো বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা রফিকুল।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন বিজিবি উত্তরপূর্ব রিজিওনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহমেদ ইউসুখ জামিল প্রমুখ।

ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা