ঝালকাঠিতে শীতার্তদের কম্বল দিলো আনসার

ঝালকাঠি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৯:০০
অ- অ+

ঝালকাঠিতে শীতার্ত অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ।

মঙ্গলবার সকালে জেলা কমান্ড্যান্টের কার্যালয় প্রাঙ্গণে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট মো. জাহিদুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে। দেশের যেকোনো ক্রান্তিকালে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে।

তিনি আরও বলেন, বেশ কিছু দিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলছে। এতে অসহায় মানুষের দুুর্ভোগ হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে শীতার্ত এসব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেশের বিত্তশালী মানুষদের প্রতি আহ্বান জানান এই আনসার কর্মকর্তা।

শীতার্ত অসহায় মানুষেরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আনসারের এই কার্যক্রমের প্রশংসা করেন।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/এসআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা