চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২০, ১৮:৩০
অ- অ+

‘মাদককে রুখব বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’-এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জেলা শিল্পকলা একাডেমি ও স্থানীয় ৩০ জন শিল্পী মাদকবিরোধী গান, আধুনিক গান, কবিতা এবং নাটক পরিবেশন করেন।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়।

উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ড, বিজিবি-৫৯ এর উপ-অধিনায়ক মির্জা মাঝহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বেদন্দ্রনাথ ওরাও, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক রায়হান আহমেদ খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিানের আগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে মাদক কে না বলে শপথ বাক্য পাঠ ও সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা