নতুন বছরে বিসিবির চুক্তিতে নেই সাকিব

নতুন বছরে দেশের ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে খেলোয়াড়দের চুক্তি নিয়ে আলোচনা এখন তুঙ্গে। আগামী সপ্তাহেই বসবে বিসিবির বোর্ড সভা। সেখানেই নির্ধারিত হবে চুক্তির বিষয়টি। নতুন বছরে ক্রিকেটারদের সাথে নতুন করে চুক্তি করতে যাচ্ছে বিসিবি। গতবার চুক্তি আওতাধীন ক্রিকেটারের সংখ্যা ঢালাওভাবে না বাড়ালেও সংখ্যায় এসেছিল পরিবর্তন। এবার এসব পরিবর্তনের বদলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের থাকা বা না থাকা। তবে মাশরাফি থাকলেও, নিষেধাজ্ঞার কারণে বিসিবির চুক্তিতে নেই দেশসেরা ক্রিকেটার সাকিব।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি এই ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি আছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। চুক্তিতে থাকার বিষয়ে মাশরাফির কোনো ভাষ্য নেই। বোর্ড তাই এবারো তাকে রাখতে চাইছে চুক্তিতে।
অন্যদিকে বাজিকরের প্রস্তাব লুকিয়ে এক বছরের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিবের মাঠে নামার সুযোগ নেই। বিশ্বকাপে না খেললেও খেলবেন চলতি বছরের একদম শেষভাগে। নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটারের তাই এবারের বিসিবি চুক্তিতে থাকা হচ্ছে না।
বর্তমান কেন্দ্রীয় চুক্তিতে সাকিবসহ আছেন ১২ ক্রিকেটার। রুকি ক্যাটাগরিসহ সব মিলিয়ে বোর্ডের সাথে চুক্তি জাতীয় দলের ১৭ ক্রিকেটারের। এবারো সর্বমোট সংখ্যাটি অপরিবর্তিত থাকতে পটারে।
সর্বশেষ চুক্তি অনুযায়ী ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন পঞ্চপান্ডব খ্যাত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের পারিশ্রমিক মাসিক ৪ লাখ টাকা।
এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন মাসিক ৩ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরিতে মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস ২ লাখ টাকা এবং রুকি ক্যাটাগরিতে আবু হায়দার রনি, আবু জায়েদ চৌধুরী রাহী, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও্ সৈয়দ খালেদ আহমেদ ১ লাখ টাকা করে মাসিক পারিশ্রমিক পান।
(ঢাকাটাইমস/০৭ জানুয়ারি/এআইএ)

মন্তব্য করুন