দীপিকাই আমাদের সুপারহিরো: বিরসা

বিনোদন ডেস্ক
 | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ১৪:০৫

দিল্লির গওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের রাতে আধারে ঢুকে ছাত্রী ও শিক্ষিকাদের ওপর মুখোশধারীদের হামলার নিন্দায় শুরু থেকেই সরব বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন। টুইট করেছেন, জানিয়েছেন মৌখিক প্রতিবাদ। অতি সম্প্রতি তো সরাসরি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পৌঁছে যান নায়িকা। সেখানে তিনি আহত ছাত্রীদের সঙ্গে দেখা করেন।

দীপিকার এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন বলিউডের একাংশ। প্রশংসা জানিয়েছেন টলিউডের পরিচালক ও অভিনেতারাও। সেই তালিকায় আছেন অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। পরিচালক বিরসা লিখেন, ‘আমাদের সুপারহিরোর প্রয়োজন নেই, দীপিকাই আমাদের সুপারহিরো।’

এদিকে আজ শুক্রবার সারা ভারতজুড়ে মুক্তি পাচ্ছে দীপিকা অভিনীত ‘ছপাক’। এর জন্য নায়িকাকে অভিনন্দন জানান টলিউডের পরমব্রত, স্বস্তিকা মুখোপাধ্যায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবি মুক্তির আগে বৃহস্পতিবার মুম্বাইয়ে হয় ‘ছপাক’-এর স্পেশ্যাল স্ক্রিনিং। সেখানে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। দরাজ কন্ঠে তারা দীপিকা ওরফে মালতীর প্রশংসা করেন।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :