নিরপেক্ষ ও স্বচ্ছ ভোটের গ্যারান্টি তোফায়েলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২০, ১৭:২৩
অ- অ+

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে বলে গ্যারান্টি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি। একই সঙ্গে তিনি বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না নিলেও আওয়ামী লীগের আপত্তি নেই।

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ক্ষমতাসীন দলের বর্ষীয়ান নেতা।

ঢাকা উত্তরের মেয়র নির্বাচনে আওয়ামী লগের প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক তোফায়েল বলেন, ‘ইভিএম সম্পর্কে আমরা বলেছি, এটা সম্পূর্ণ ইসির এখতিয়ার। এটা করলেও আমাদের আপত্তি নাই, না করলেও আমাদের আপত্তি নাই। এটা তাদের ব্যাপার।’

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে (ইভিএম) ভোট নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ক্ষমতাসীন দলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি বলেছে, এটি নীরবে ও নিঃশব্দে ভোট চুরি করার প্রক্রিয়া। অন্যদিকে ইসি বলেছে, ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই। ইভিএমে নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই তাদের।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আজ বৈঠক করেন সাবেক বাণিজ্যমন্ত্রী সাংসদ তোফায়েল আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তোফায়েল আহমেদ বলেন, ‘কমিশনের (ইসি) অনুরোধ, আমাদের মতো এমপিরা যেন ভোট না চাই। আমার সাথে থেকে যে এমপি না সে কিন্তু ভোট চাইতে পারবে। এগুলো তারা পরিষ্কার করেছেন।’

তোফায়েল আহমেদ বলেন, ‘গ্যারান্টি দিতে পারি আমাদের নেতারা ঘরে ঘরে যাবে একাধিকবার। গ্যারান্টি দিতে পারি, এই নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে। গ্যারান্টি দিতে পারি, একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেআর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা