অর্থমন্ত্রীই কুবির সমাবর্তন বক্তা

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৩৩
অ- অ+

অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন বক্তা হতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

রেজিস্ট্রার জানান, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের বক্তা হিসেবে আসছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তাকে আমরা আনতে পারছি- এজন্য আমরা খুবই গর্বিত। সম্প্রতি তাকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করা হয়েছে। আমাদের অর্থমন্ত্রী বৈশ্বিক ব্যক্তিত্ব। তাকে সমাবর্তনে আনতে পারা সৌভাগ্যের ব্যাপার বলেও উল্লেখ করেন রেজিস্ট্রার।

এদিকে গত বেশ কয়েকদিন ধরেই সমাবর্তন বক্তা নিয়ে গ্র্যাজুয়েটদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা চলেছে। একজন রাজনীতিক ব্যক্তিত্বকে সমাবর্তন বক্তা হিসেবে মানতে আপত্তিও জানিয়েছেন অনেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। আবার কেউ কেউ অর্থমন্ত্রীর সমাবর্তন বক্তা হয়ে আসাকে সাধুবাদও জানিয়েছেন।

রাজনৈতিক বিবেচনায় অর্থমন্ত্রীর সমাবর্তন বক্তা হিসেবে আসা আসলে কতটুকু যুক্তিযুক্ত- এ প্রশ্নের জবাবে রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘রাজনীতিক ব্যক্তিকে আমাদের দেশে সবসময় একটু নেতিবাচকভাবে দেখা হয়। কিন্তু তিনি সবকিছুর উপরে। এই বিশ্ববিদ্যালয়েরই একজন। আমরা তাকে আনতে পারছি- এটাও গর্বের বিষয়।’

আগামী ২৭ জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে প্রধান থাকবেন বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এছাড়াও বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা