অর্থমন্ত্রীই কুবির সমাবর্তন বক্তা

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৩৩

অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন বক্তা হতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

রেজিস্ট্রার জানান, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের বক্তা হিসেবে আসছেন আইসিসির সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তাকে আমরা আনতে পারছি- এজন্য আমরা খুবই গর্বিত। সম্প্রতি তাকে গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ওয়ার্ল্ডে ভূষিত করা হয়েছে। আমাদের অর্থমন্ত্রী বৈশ্বিক ব্যক্তিত্ব। তাকে সমাবর্তনে আনতে পারা সৌভাগ্যের ব্যাপার বলেও উল্লেখ করেন রেজিস্ট্রার।

এদিকে গত বেশ কয়েকদিন ধরেই সমাবর্তন বক্তা নিয়ে গ্র্যাজুয়েটদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা চলেছে। একজন রাজনীতিক ব্যক্তিত্বকে সমাবর্তন বক্তা হিসেবে মানতে আপত্তিও জানিয়েছেন অনেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। আবার কেউ কেউ অর্থমন্ত্রীর সমাবর্তন বক্তা হয়ে আসাকে সাধুবাদও জানিয়েছেন।

রাজনৈতিক বিবেচনায় অর্থমন্ত্রীর সমাবর্তন বক্তা হিসেবে আসা আসলে কতটুকু যুক্তিযুক্ত- এ প্রশ্নের জবাবে রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘রাজনীতিক ব্যক্তিকে আমাদের দেশে সবসময় একটু নেতিবাচকভাবে দেখা হয়। কিন্তু তিনি সবকিছুর উপরে। এই বিশ্ববিদ্যালয়েরই একজন। আমরা তাকে আনতে পারছি- এটাও গর্বের বিষয়।’

আগামী ২৭ জানুয়ারি প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে প্রধান থাকবেন বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

এছাড়াও বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

‘কর্মনিষ্ঠ ও ত্যাগী পেশাজীবীকে প্রতিষ্ঠান সবসময় মনে রাখবে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :