অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, চৌমুহনীতে চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২০, ২১:৫০

নোয়াখালীর বৃহত্তর বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়ে রেস্টুরেন্ট ও বেকারিসহ চারটি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসমা বিনতে রফিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে গ্যাসের লাইন, চুক্তির চেয়ে বেশি গ্যাস ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ এবং গ্যাস আইনে লাভনী বেকারিকে ৩০ হাজার, ফাহিম ফুডসকে ৪৫ হাজার, শাহী হোটেলকে ১৫ হাজার ও বিসমিল্লাহ্ হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম আসমা বিনতে রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। (ঢাকাটাইমস/১৬জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :