ভোটের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে: তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১২:৫৬| আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৬:১২
অ- অ+

নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের ৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি একথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, গতকালের পরিস্থিতি ছিল মেনে নেওয়ার মতো। আজকেও তাই হবে বলে আশা করছি। এখন পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ আছে।

বিএনপি মনোনীত এই মেয়রপ্রার্থী বলেন, ‘আমরা কিছু বিষয়ে অভিযোগ করেছি। নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় আমরা তা দেখার অপেক্ষায় আছি। তবে বলতে পারি প্রতিনিয়ত পরিস্থিতি বদলাচ্ছে। আজকে আমরা বলতে পারি সবকিছু শান্তিপূর্ণ আছে।’

জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে তাবিথ বলেন, ‘যেখানেই যাই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আজকে যেখানে এসেছি এখানেও জনগণ সকাল থেকে অপেক্ষায় ছিল। আমরা দেখছি সাধারণ নাগরিকরা অনেক উৎফুল্ল মনে এগিয়ে আসছে। আমরা যেরকম সাড়া পাচ্ছি, এতে বিশ্বাস করি যদি আগামী ৩০ জানুয়ারি এরকমভাবে শৃঙ্খলা থাকে তাহলে আমাদের নিশ্চিত বিজয় হবে।’

নির্বাচনের তারিখ পেছানোর বিষয়ে ঢাকা উত্তরের এই মেয়রপ্রার্থী বলেন, ‘পূজার দিন নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এ বিতর্ক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে তারা হাস্যকর ও অসম্মানজনক মন্তব্যও করছেন। পূজার দিনে নির্বাচন কারো জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/কারই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
যাত্রাবাড়ীতে ২০০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা