ক্রিকেট মাঠে ব্যাট ছুটে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ২২:৫৩
অ- অ+

টাঙ্গাইলের নাগরপুরে ক্রিকেট খেলার সময় বন্ধুর হাত থেকে ব্যাট ছুটে গিয়ে শরীরে লেগে সাইম রবিন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সকালে উপজেলার শাখাইল পূর্বপাড়া খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিন ওই গ্রামের সৌদি প্রবাসী মিজানুর রহমানের ছেলে। সে স্থানীয় ভাড়রা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও নিহতের পরিবার বলছে, সকালে রবিন এলাকার বন্ধুদের নিয়ে বাড়ির পাশের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শুরুর আগে অনুশীলন করার একপর্যায়ে একই গ্রামের শামসুল হকের ছেলে আসাদের হাতে থাকা ক্রিকেট ব্যাটের হাতল ভেঙে গিয়ে রবিনের শরীরে লাগে। এ সময় মাটিতে লুটিয়ে পড়লে তার বন্ধুরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, ‘বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার অনুশীলনের সময় অপর খেলোয়াড়ের হাত থেকে ব্যাট ভেঙে গিয়ে রবিনের শরীরে আঘাত লাগে। পরে তার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা