দিনের বেলায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১১:৫৪
অ- অ+

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো কখন শুরু হবে এ নিয়ে একটা ধোঁয়াশা ছিল সাধারণ দর্শকদের মাঝে। এতদিন ধরে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটগুলো বলে আসছিল সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ।

তবে আজ নিশ্চিত হওয়া গেল ম্যাচগুলো দিনের আলোতেই হবে। লাহোরের তাপমাত্রা রাতে নেমে আসে ১০ ডিগ্রির নিচে। সময় বদলানোর এটাই কারণ।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে ম্যাচ শুরুর সময়।

আগামী ২৪ জানুয়ারি লাহোরে পাকিস্তান সময় দুপুর ২টা থেকে শুরু হবে ম্যাচ। যা বাংলাদেশ সময় থেকে এক ঘণ্টা এগিয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৫ জানুয়ারি ও ২৭ জানুয়ারি তৃতীয় ম্যাচ।

ম্যাচ দিনে হওয়ায় অবশ্য বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। রাতে কুয়াশা আর ঠাণ্ডার প্রকোপ থেকে অন্তত রেহাই পাবেন তামিম-রিয়াদরা। তাছাড়া স্পিনাররাও দিনে সুবিধা পাবেন।

রাতে হোক কিংবা দিনে হোক, বাংলাদেশ দলের জন্য পাকিস্তানের দীর্ঘ অপেক্ষার অবসান তো ঘটবে!

আজ (বুধবার) বাংলাদেশ সময় রাত আটটায় চার্টার্ড ফ্লাইটে সরাসরি পাকিস্তান রওনা করবে বাংলাদেশ দল। লাহোরে পৌঁছাবে রাত সাড়ে ১০টায়।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা