৫জি ফোন এফ টু লাইট আনছে পোকো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৫২| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:৪০
অ- অ+

অনেক দিন ধরেই পোকো এফ টু লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে শাওমির ছত্রছায়া থেকে বেড়িয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে পোকো। এক ইউটিউব ভিডিওতে পোকো এফ টু লাইট ফোনের ছবি ও স্পেসিফিকেশন সামনে এসেছে।

তুলনামূলক ঝাপসা এই ছবিতে পোকো এফ লাইট ফোনটি দেখা গিয়েছে। ছবিতে এই ফোন দেখতে অনেকটা রেডমি নোট সেভেন প্রোর মতো। এছাড়াও ফোনের সেটিংসের একটি ছবি দেখা গিয়েছে। সেখানে ডিসপ্লের উপরে পোকো এফ টু লাইট নামটি দেখা গিয়েছে।

ছবিতে এফ লাইট ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ডিসপ্লের নি থাকছে তুলনামূলক চওড়া বেজেল।

ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট থাকছে। সম্প্রতি মিডরেঞ্জ ৫জি স্মার্টফোনের জন্য এই ফোন চিপসেট লঞ্চ করেছিল কোয়ালকম।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা