নেহা-আদিত্যর বিয়ে ১৪ ফেব্রুয়ারি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১০:৫৬| আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ১১:০১
অ- অ+

বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে আরও একটি বিয়ের গুঞ্জন। এবারের গুঞ্জনে নাম উঠে এসেছে জনপ্রিয় গায়িকা নেহা কক্কর এবং গায়ক উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের। বাবার তো না হলেও আদিত্যও টুকটাক সংগীতের সঙ্গে জড়িত। শোনা যাচ্ছে, আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গায়িকা নেহাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি স্ট্যাটাস শেয়ার করেন নেহা কক্কর। সেখানে তিনি নিজের একটি ছবি শেয়ার করে ১৪ ফেব্রুয়ারির কথা উল্লেখ করেন। তবে ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার দিনে দর্শকদের জন্য নেহা কী উপহার গুছিয়ে রেখেছেন, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি।

এদিকে একমাত্র ছেলের সঙ্গে নেহার বিয়ের বিষয়ে খোলাখুলি উত্তর দিয়েছেন গায়ক উদিত নারায়ণ। তিনি বলেন, নেহা-আদিত্যর মধ্যে কী সম্পর্ক, তা ওরাই ভালো বলতে পারবে। তবে নেহার গান খুব ভালো লাগে। তাই পরিবারে যদি আরও একজন সংগীতশিল্পী বাড়ে, তবে ক্ষতি কী।’

তবে আদিত্য এবং নেহার বিয়ের আসর কবে বসবে, সে বিষয়ে উদিত নারায়ণ কিছু খোলসা করেননি। একটি রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে নাকি এই দুই তারকার সম্পর্কের সূত্রপাত। সে বিষয়ে অবশ্য নেহা বা আদিত্য কখনো মুখ খোলেননি। নেহার এর আগে সম্পর্ক ছিল হিমাংশু কোহলির সঙ্গে।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ তাপমাত্রা বাড়বে সারা দেশে, তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা