আফগানিস্তানে ৮৩ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:৩৪| আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৬:৩৯
অ- অ+

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে হেরাতের দিকে যাওয়ার সময় ৮৩ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সোমবার আরিয়ানা আফগান নামক সরকারি বিমান পরিবহন কোম্পানির ওই উড়োজাহাজটি গজনি প্রদেশের পাহার নামক জায়গায় বিধ্বস্ত হয় বলে রুশ সম্প্রচারমাধ্যম আরটি খবর দিয়েছে।

যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মিরর এক প্রতিবেদনে বলেছে, যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা বলা হচ্ছে সেটি তালেবানদের নিয়ন্ত্রণাধীন। উড়োজাহাজটিতে ৮৩ আরোহী থাকলেও হতাহতের বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করতে পারেনি। বিধ্বস্ত হওয়ার সময় ব্যাপক বিষ্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।

সম্প্রচারমাধ্যম আরটি জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন ওই উড়োজাহাজটি কাবুলের দক্ষিণ-উত্তরের গজনির একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। তালেবান সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছে আরটি।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
ঢাকায় বেলারুশ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা