পিএসসিতে বিষয় কোডের দাবি

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:০১

বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) বিষয় কোড অন্তর্ভুক্তির দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে প্রতীকি প্রতিবাদ জানান তারা। এর আগে বিভাগের সামনে থেকে একটি র‌্যালি বের করে প্যারিস রোডে এসে মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে মাস্টার্সের শিক্ষার্থী রুহুল কুদ্দুসের সঞ্চালনায় শিক্ষার্থী রাজু বিশ্রা বলেন, ‘আন্দোলনে যে বিষয়টি নিয়ে দাবি জানাচ্ছি সেটি একটি কোডের দাবি। পিএসসি আমাদের বঞ্চিত করেছে। বিভাগের স্যার গেলেও বিষয়টিকে তারা মূল্যায়ন করছে না। আমরা আমাদের প্রাপ্ত অধিকার নিয়ে ঘরে ফিরব।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘শিক্ষকরা যখন বিষয় কোডের দাবি জানান, তখন (পিএসসি) থেকে বিভিন্ন আশ্বাস দেয়া হয়। কিন্তু আমরা আর আশ্বাসে বসে থাকব না। চাকরির পরীক্ষায় বিষয় কোড নিয়ে বিড়ম্বনা ও প্রক্রিয়াধীন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলনে চলবে। দ্রুত সময়ের মধ্যে পিএসসি তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা’।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :