মাদারীপুরে ইউপি সদস্য হত্যার বিচারের দাবি

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১৮:১৬
অ- অ+

মাদারীপুরে ইউপি মেম্বার আক্কাছ খান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে বিক্ষুব্ধরা মাদারীপুর-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করে সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।

গত বছরের ৭ নভেম্বর রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে পাইকপাড়া ইউনিয়নের মেম্বার আক্কাছ খানকে কুপিয়ে মারাত্মক জখম করে একই এলাকার আবুল খায়ের মাতুব্বর গ্রুপের লোকজন। পরে ৯ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন আক্কাছ খান মারা যায়। এই ঘটনায় রাজৈর থানায় ১১ নভেম্বর ২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী রাশিদা বেগম। কিন্তু দীর্ঘদিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ফুঁসে উঠেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। বুধবার বিক্ষুব্ধরা মিছিল শেষে মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।

নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন, ‘দীর্ঘদিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। বরং আসামিরা আমাদের ভয় দেখাচ্ছে। আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, এখন আমার চার মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। প্রধানমন্ত্রীর কাছে দোষীদের ফাঁসি দাবি করছি।’

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা