সুপার ওভার থ্রিলারে ফের ভারতের বাজিমাত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২০, ১৭:৩৫
অ- অ+

পরপর দুই ম্যাচ সুপার ওভারে গড়াল৷ দুই ম্যাচেই বাজিমাত করল টিম ইন্ডিয়া৷ সেডন পার্কের পর ওয়েস্টক্যাপেও সুপার ওভারে ম্যাচ জিতে নিল ভারত৷ ১৪ রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত৷ সেই সঙ্গে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ৪-০ এগিয়ে গেল কোহলি অ্যান্ড কোং৷

এবার অবশ্য রোহিত শর্মাকে ছাড়াই সুপার ওভার জিতল ভারত৷ আগের ম্যাচের নায়র রোহিতকে এদিন বিশ্রাম দেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ সুতরাং সুপার ওভারে এদিন লোকেশ রাহুলের সঙ্গী হন ক্যাপ্টেন কোহলি৷ টিম সাউদির প্রথম দুই বলে ১০ রান তুলে ফেলে ভারত৷ প্রথম বলেই ছক্কা ও দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকান রাহুল৷ তৃতীয় ডেলিভারি শর্ট করেন সাউদি৷ তা পুল শট মারতে গিয়ে মিড-উইকেটে ধরা পড়েন রাহুল৷

রাহুল আউট হওয়ার পর ক্রিজে আসেন সঞ্জু স্যামসন৷ কিন্তু ব্যাট করার সুযোগ দেননি ক্যাপ্টেন কোহলি৷ চতুর্থ ডেলিভারি মিড-অনে ঠেলে দিয়ে ২ রান নেন বিরাট৷ অর্থৎ শেষ ২ বলে ভারতের জয়ের জন্য দরকার ছিল ২ রান৷ কিন্তু পঞ্চম ডেলিভারি মিউ-উইকেটের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ভারতকে দেন ক্যাপ্টেন৷

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
একদিনে ৩ দেশের ওপর বিমান হামলা ইসরায়েলের
খুলনায় তাসলিমার পাশে দাড়াঁল ‘স্বপ্ন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা