ভোটারদের জন্য প্রার্থীর ‘রিকশা সার্ভিস’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৭ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:১০

ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছে দিতে বিনা ভাড়ায় রিকশা সেবা দিচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা সারাদিনের জন্য এসব রিকশা ভাড়া করেছেন। যার মাধ্যমে স্থানীয় ভোটারদের পৌঁছে দেয়া হচ্ছে ভোট কেন্দ্রে। আবার ভোট দেওয়া শেষে তাদেরকে পুনরায় বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে।

ঢাকা উত্তরের ২৯, ৩০, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড ঘুরে এসব চিত্র দেখা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রার্থীদের পক্ষে যাতায়াত সেবা নিশ্চিত করায় তারা খুশি।

৩০ নম্বর ওয়ার্ডের নবদিগন্ত কেন্দ্রে ভোট দিতে আসা আজাহার ইসলাম নামের এক ভোটার জানান, প্রার্থীদের লোকজন বাসা থেকে তাদের রিকশায় করে ভোট কেন্দ্রে পাঠিয়েছে। ভোট দিয়ে ফেরার সময়ও তিনি রিকশায় করে ফিরবেন।

এদিকে রিকশা চালকরা জানান, সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত ভোটার পরিবহনের জন্য আট শ থেকে হাজার টাকায় তাদের সঙ্গে চুক্তি করা হয়েছে।

২৯ নম্বর ওয়ার্ডের রিকশা চালক শহিদুল ইসলাম বলেন, 'সারাদিন থাকব। লোক আসলে টানমু। দিন শেষে আট শ টাকা দিব।'

(ঢাকাটাইমস/১ ফেব্রুয়ারি/কারই/এসইউএল/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :