দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৬
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় মোস্তাফিজুর রহমান সুমন গুরুতর আহত হয়েছেন। তিনি আগামী নিউজের জ্যেষ্ঠ অপরাধ বিষয় প্রতিবেদক।

শনিবার বেলা ১১টার কিছু পরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার কিছু পরে উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে ঠেলাগাড়ি প্রতীকের প্রার্থী রাজেস খানের সমর্থকদের সঙ্গে টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের সমর্থকদের সংঘর্ষ হয়। ওই সময়ে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক সুমন। এসময় দুর্বৃত্তরা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘আমি এখন অন্য একটি ঝামেলার মধ্যে রয়েছি। কোনো খবর নিতে পারিনি। পরে খোঁজখবর নেব।’

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা