নোয়াখালীতে ৩০ হাজার শিক্ষার্থীকে ডায়েরি উপহার

নোয়াখালীতে উপজেলা প্রশাসনের সৃজনশীল উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নীতিবাক্য ও ওয়ান-ডে-ওয়ান ওয়ার্ড ডায়েরি বিতরণ করা হয়েছে। উপজেলার ১৯৪টি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর হাতে এ ডায়েরি তুলে দেয়া হয়।
সোমবার দুপুরে বেগমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস।
অন্যদের মধ্যে ছিলেন, বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ প্রমুখ।
(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

মন্তব্য করুন