ফুটবলের আনন্দ কেড়ে নিচ্ছে ভিএআর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৪
অ- অ+

প্রিমিয়ার লিগে দুই-তৃতীয়াংশেরও বেশি সমর্থক বিশ্বাস করেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তি ধীরে ধীরে ফুটবলের সব আনন্দ কেড়ে নিচ্ছে। বিশ্বব্যপী জনগণের মতামত ভিত্তিক সার্ভে প্রতিষ্ঠান ইউগোভের এক জরিপে এই তথ্য জানা গেছে।

এবারের মৌসুমে প্রথমবারের মত ইংলিশ লিগে এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। আর বিভিন্ন ম্যাচে এই ভিএআর প্রযুক্তি চালু হবার পর থেকেই ব্যপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যান্য ইউরোপিয়ান লিগে মাঠের পাশে মনিটর রাখা হয় এবং রেফারি তার সিদ্ধান্ত সেখানে গিয়ে দেখতে পারে। কিন্তু লন্ডনে ভিএআরের জন্য এই ধরনের কোন ব্যবস্থা নেই। এমনকি রেফারি মনিটরের সিদ্ধান্তের সাথে কোন ধরনের পরামর্শও করতে পারে না। যে কারণে বারবার রিভিউ দেখার ফলে অনেক সময় ম্যাচ পরিচালনায় বেশ বিলম্ব হয়। মাঠে উপস্থিত সমর্থকরাও এ কারণে বেশ বিরক্ত হয়ে উঠে। সিদ্ধান্ত চূড়ান্ত হবার আগ পর্যন্ত তারা কিছুই জানতে পারে না।

জরিপে দেখা গেছে ৬৭ শতাংশ সমর্থক মনে করেন ভিএআর চালু হবার পর থেকে ম্যাচের উপভোগ্যতা অনেকাংশেই কমে গেছে। ৭৪ শতাংশ মানুষ বলেছেন প্রযুক্তিটির আরো পরীক্ষা নিরীক্ষা করে বহাল রাখা উচিত।

সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছে সেটা হলো মাঠের পাশে মনিটর ব্যবহরা করা উচিত। যাতে করে পুরো স্টেডিয়ামের সমর্থকরা ভিএআর অফিসিয়ালদের সাথে একত্রে সব কিছু দেখতে পারে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে সময়সীমা বেঁধে দেয়া উচিত।

(ঢাকাটাইমস/৫ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপি নেতা সাজুর সঙ্গে মীরপুর সিদ্ধান্ত হাইস্কুলের নবগঠিত পর্ষদের সাক্ষাৎ
বরিশালে আটকের পর হাতকড়া নিয়েই পালিয়েছে ২ যুবক
ঘরের খুঁটি ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুর–পুত্রবধূর, হাসপাতালে শাশুড়ি
ঈদে ১০ দিন বন্ধ থাকবে বালুবাহী বাল্কহেড: নৌপরিবহন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা