পাবনায় উৎসবমুখর পরিবেশে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৬
অ- অ+

নানা আয়োজন আর উৎসবমুখর পরিবেশে পাবনায় উদযাপিত হয়েছে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে। শুক্রবার সকালে স্কয়ারের বিভিন্ন প্লান্ট থেকে স্কয়ার পরিবারের সদস্যরা আনন্দ শোভযাত্রা নিয়ে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে সমবেত হন।

সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও স্কয়ারের পতাকা উত্তোলন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী ও স্কয়ার ফার্মার আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করেন স্কয়ারের প্রবীনতম সদস্য আকবর আলী। অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি স্যামসন এইচ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে বেলুন উড়ানো, পায়রা অবমুক্তকরণ ও মশাল প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় স্কয়ার পরিবারের সদস্য এবং তাদের স্ত্রী, সন্তানসহ সহস্রাধিক প্রতিযোগী ৩৪টি ইভেন্টে অংশ নেন।

স্কয়ারের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী স্কয়ার পরিবারের সদস্যদের আত্মিক সম্পর্কের সেতুবন্ধন রচনার লক্ষ্যে ২০০১ সালে প্রথম ফ্যামিলি স্পোর্টস ডের আয়োজন করেন।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা