বাবুল চিশতির ফাঁসির দাবিতে উত্তাল বকশীগঞ্জ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬
অ- অ+

যুদ্ধাপরাধী মামলার আসামি ও দুর্নীতির দায়ে আটক বাবুল চিশতির দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছে বকশিগঞ্জের স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে বাবুল চিশতির ফাঁসির দাবিতে বকশীগঞ্জের সর্বস্তরের জনগণ ও উপজেলা ছাত্রলীগ পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মিছিলগুলো বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ থেকে শুরু হয়ে বকশীগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুন্নাফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার, কলেজ শাখার সভাপতি ফরহাদ রেজা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম প্রমুখ। সমাবেশে চিশতির দ্রুত বিচার করে ফাঁসি দাবি জানান বক্তারা।

প্রসঙ্গত, ফার্মাস ব্যাংক কেলেঙ্কারি ও দুর্নীতি মামলায় বাবুল চিশতি ও তার ছেলে রাশেদ চিশতি এবং বাবুল চিশতির শ্যালক কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল এখনও জেলহাজতে রয়েছে। এ পর্যন্ত বাবুল চিশতি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৭টি মামলা বিচারাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাড্ডায় চাঞ্চল্যকর আনোয়ার হত্যা: গ্রেপ্তার নূরার রিমান্ডে দেওয়া তথ্যে মিলল বিদেশি পিস্তল
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা