দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ম্যানচেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৩
অ- অ+

দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ করা হয়েছে ম্যানচেস্টার সিটিকে। সেইসঙ্গে ক্লাবটিকে আড়াই কোটি ইউরো জরিমানাও করা হয়েছে।

ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার (দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের দায়ে ক্লাবটিকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয়।

নিষিদ্ধ করার পাশাপাশি সিটিকে ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৬ কোটি টাকা) জরিমানাও করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী (২০২০-২১) ও (২০২১-২২) মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না ম্যানসিটি। তবে ক্লাবটি এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।

এমন শাস্তি পাওয়ার পর ম্যানচেস্টার সিটি জানিয়েছে, এই শাস্তিতে তারা হতাশ কিন্তু বিস্মিত নয়।

খবরে বলা হয়েছে, উয়েফাকে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হয়েছে সিটি। ক্লাবটির বিরুদ্ধে লভ্যাংশ নিয়ে ভুল তথ্য দেয়া এবং তদন্তে সহায়তা না করার অভিযোগ আনে উয়েফা।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা