কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল দুইজনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৬| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৫
অ- অ+

গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে এনা পরিবহনের একটি বাস। এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নম্বর গেটের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাওয়াল উদ্যানের সামনে এনা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ ভেঙে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটির সামনের অংশও।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। এছাড়া নিহত ব্যক্তিরা বাসের যাত্রী না কাভার্ডভ্যানের তাও জানা যায়নি।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, লাশ দুটি সরিয়ে রাস্তা সচল করা হচ্ছে।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/বিইউ/কারই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা