বিসিসিআইয়ের প্রস্তাবে আইসিসির নাকচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪১| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৭
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের পর্দা উঠবে আগামী ২৯ মার্চ। একই দিনে অনুষ্ঠিত হবে আইসিসির পূর্বনির্ধারিত সভা। যে কারণে বৈঠকের সূচি পরিবর্তনের প্রস্তাব রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে আইসিসি।

চলতি বছর অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। যার কারণে আসন্ন আইপিএলকে নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মাস দেড়েক পর অর্থাৎ মার্চের ২৯ তারিখ শুরু হওয়ার কথা আছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সেরা এই টুর্নামেন্ট। তবে নির্ধারিত দিনে আইপিএল শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

মূলত জটলা সৃষ্টি হয়েছে বিসিসিআই এবং আইসিসির মধ্যে। কারণ ওই এক্ই দিনে দুবাইয়ে বৈঠকের দিন ঠিক করে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে অন্যান্য ক্রিকেট বোর্ডের মতই ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকতেই হবে। একই সাথে বিসিসিআইয়ে সে সকল শীর্ষ কর্তাদের অনুপস্থিতিতে আইপিএলের উদ্বোধন করা আবার সম্ভব নয়।

যার কারণে আইসিসির কাছে প্রস্তাব রেখেছিল বিসিসিআই। গোটা বিষয়টি আমলে নিয়ে একদিন আগে অথবা একদিন পরে বৈঠকের তারিখ নির্ধারণ করার জন্য। তবে ভারতীয়দের এমন প্রস্তাবে সাড়া দেয়নি আইসিসি। পূর্বের নির্ধারিত দিনেই সভা আয়োজনের কথা জানিয়েছে তারা। ফলে ২৯ মার্চ আইপিএলের উদ্বোধন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এখানে অবশ্য নিজেদের ভুলেরর কথা স্বীকার করে নিয়েছে বিসিসিআই। কারণ আইসিসির বৈঠকের দিনক্ষণ অনেক আগেই জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট বোর্ডগুলোকে। তা জানার পরেই নিজেদের টুর্নমেন্টের সূচি প্রকাশ করেছে আইপিএল আয়োজক কমিটি।

এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বিসিসিআই সরকারিভাবে এই বৈঠকের সূচি বদলের জন্য অনুরোধ করেছিল। তবে আইসিসি তা মানতে নারাজ। গত বছরের আগস্টে আইসিসির পক্ষ থেকে প্রতিনিধি দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছিল। সমস্ত ধরণের যাতায়াত, থাকার ব্যবস্থা, বৈঠকের স্থান সব আগে থেকেই নির্ধারিত হয়ে গেছে।’

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা