মেয়র নাছিরকে পাশে পাবেন, আশা রেজাউলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৫
অ- অ+

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। দলের সবাই তার জয়ের জন্য এক হয়ে কাজ করবেন বলেও বিশ্বাস তার। এমনকি মনোনয়নবঞ্চিত বর্তমান মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকেও এই নির্বাচনে তিনি পাশে পাবেন বলে আশা করছেন।

সোমবার দুপুরে ধানমন্ডিতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে চূড়ান্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেন রেজাউল করিম চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আওয়ামী লীগের প্রার্থী বলেন, সুন্দর পরিচ্ছন্ন আধুনিক চট্টগ্রাম নগরী গড়াই তার পরিকল্পনা।

আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত শনিবার রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দেয় দলের চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে। ২০১৫ সালে বিজয়ী মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ১৯ নেতা মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তত্ত্বাবধায়ক সরকারব‍্যবস্থার চর্চা না হলে গণতন্ত্র ফের হুমকিতে পড়বে: এবি পার্টি
খসড়া ১০ আগস্ট, চূড়ান্ত ভোটার তালিকা ২১ আগস্ট প্রকাশ করবে ইসি
ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
মেঘনা আলমের মোবাইলে-ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কিছু আছে কিনা, তদন্তের নির্দেশ আদালতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা