মুজিব বর্ষে নিখুঁত জনশুমারি উপহার দেব: পরিকল্পনামন্ত্রী

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪
অ- অ+
ফাইল ছবি

মুজিব বর্ষে একটি নিখুঁত জনশুমারি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এই শুমারি নিয়ে যেন কেউ কোনো প্রশ্ন উঠাতে না পারে এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

‘জনশুমারি ও গৃহণনা ২০২১’ প্রকল্প ঢাকা বিভাগে সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।

সোমবার রাজধানীর শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাঠকর্মী নিয়োগ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সবার নিজের অবস্থান থেকেই কাজ করতে হবে। যারা মাঠকর্মী আছেন তাদের দ্রুত সময়ে টাকা পরিশোধ করতে হবে। এবার শুনলাম চারগুণ বেশি টাকা দেয়া হবে, এতে তরুণ মাঠকর্মীদের জন্য ভালো হবে।’

প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, ‘প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। প্রকল্পের কেনাকাটাও সঠিকভাবে করতে হবে। কোনো বিষয়ে যেন প্রশ্নের সম্মুখীন না হই।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পরিসংখ্যান বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাবো। আমাদের পরিসংখ্যান নিয়ে এর আগে নানা প্রশ্ন ওঠেছে। তবে এবার জনশুমারি ও গৃহগণনা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না, চমৎকার ফল আসবে।’

বিবিএস সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী বলেন, ‘বিদেশে কতজন বাংলাদেশি আছে, দেশে কতজন বিদেশি আছে সবই গণনা করা হবে। আমরা শুমারির বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। আশা করি সবার সহযোগিতায় একটা চমৎকার শুমারি উপহার দিতে পারবো।’

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. জাহিদুল হক সরদার।

জাতির পিতার জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার উদ্দেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালের ১৭ মার্চ রাত ১২টাকে শুমারি মুহূর্ত ধরে পরবর্তী সাত দিন জনশুমারি ও গৃহগণনা করা হবে। ২০২১ এর মাঠ পর্যায়ে মূল শুমারির তথ্যসংগ্রহ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। ২০২০ সালের ১৭ মার্চ থেকে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনার ৩৬৫ দিনের কাউন্ট ডাউন শুরু করা হবে। প্রকল্পের মোট ব্যয় এক হাজার ৭৬১ কোটি ৭৯ লাখ টাকা।

‘পপুলেশন অ্যান্ড হাউজিং সেনশাস ২০২১’ প্রকল্পের আওতায় ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হবে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ২০২১ সালে ষষ্ঠ ডিজিটাল জনশুমারি করা হবে। এ পদ্ধতিতে দেশের একটি থানাও বাদ পড়বে না। স্যাটেলাইট ইমেজ দেখে জনশুমারিতে সারাদেশে চার লাখ গণনাকারী তথ্য সংগ্রহ করবেন। শিক্ষিত বেকারদের জনশুমারি প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হবে। এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকদের জনশুমারির কাজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার তাদের অংশগ্রহণের সুযোগ থাকছে না। সাত দিনে চার কোটি থানায় (পরিবার) তথ্য সংগ্রহ করা হবে। একজন গণনাকারী ১০০টি থানার তথ্য সংগ্রহ করবেন। ফলে তারা এক সপ্তাহে ভালো টাকা আয় করতে পারবেন।

প্রথমবারের মতো মাল্টিমোড পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। মাল্টিমোডের মধ্যে রয়েছে, মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ, ড্রপ অ্যান্ড পিক, পেপার বেইজড, কল সেন্টার ইত্যাদি। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো সীমিত আকারে ই-সেন্সাস পরিচালনা করা হবে। ই-সেন্সসে যারা তথ্য দিতে আগ্রহী তারা হাউজ হোল্ডের আইডি দিয়ে তথ্য দিতে হবে। তবে কেউ যদি ই-সেন্সাসে জনশুমারির তথ্য দিতে না চায় তাহলে বিবিএসর কর্মীরা প্রশ্নপত্র নিয়ে ফরম পূরণ করে আনবে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/জেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
চট্টগ্রামে সদর ইউনিট নির্বাচনে আওয়ামী প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগ রেজিস্ট্রারের বিরুদ্ধে
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা