মেলায় কিশোর উপন্যাস 'হাউজ টিউটর'

‌নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৯
অ- অ+

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাজেদুল নয়নের প্রথম উপন্যাস, 'হাউজ টিউটর'। ভ্রমণকাহিনী লেখার পাশাপাশি এবারই প্রথম উপন্যাস নিয়ে আসলেন মাজেদুল নয়ন। হাউস টিউটর বইটি প্রকাশ করেছে, পুথিনিলয় প্রকাশনী। বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।

হাউজ টিউটর বই‌টি এই শহরের গৃহশিক্ষকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে। গৃহশিক্ষক চরিত্রের সঙ্গে সমাজের আরো অনেকগুলো চরিত্রও তাদের মুখোশ উন্মোচন করে এগিয়ে এসেছে এই উপন্যাসে।

বই‌টি নি‌য়ে লেখক ব‌লে‌ছেন, কিশোরদের উপন্যাস মানেই গোয়েন্দা উপন্যাস বা থ্রিলার, এই ধারনা থেকে বের হওয়ার চেষ্টা করেছি। বরং কিশোররা যে বয়সটার প্রতি আকর্ষন অনুভব করে, সেই বয়সগুলোই উপন্যাসে বিস্তৃতি লাভ করেছে।

তি‌নি আরো ব‌লেন, লেখার ক্ষেত্রে খেয়াল রাখা হয়েছে, পাঠক যেন সহজে পড়তে পারেন। পাঠককে খুব বেশি ভাবনায় রাখা হয়নি। একেবারেই সহজ পাঠ। এই শহরের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন উচ্চবিত্ত বা মধ্য উচ্চবিত্ত অথবা উচ্চবিত্ত, এই ধরনের অর্থনীতিকে ছুঁয়েছে। চরিত্রগুলো নিজেদের সঙ্গে নিজেরা দ্বন্ধে লিপ্ত হয়েছে। অপ্রত্যাশিত হিসেবে নিজেরাই নিজেদের তৈরী করেছেন এবং খুঁজে পেয়েছেন।

বইমেলার ২ নং প্যাভিলিয়ানে পুথিনিলয় প্রকাশনীতে বইটি পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়ে ১০৫ টাকায়।

লেখ‌কের আগের দুটি ভ্রমণ কাহিনী, সিংহ শহরের দিনরাত এবং উইথ আউট বর্ডারও পাওয়া যাচ্ছে পুথিনিলয় প্রকাশনীতে।

ঢাকাটাইমস/১৯‌ফেব্রুয়া‌রি/এ‌জেড

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা