টাইগারদের নিয়ে আশাবাদী নন পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১১
অ- অ+

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের মূল্যায়ন করতে বলা হলে প্রাপ্তির খাতাটা প্রায় শূন্যই থাকবে। অথচ দেখতে দেখতে টেস্ট স্ট্যাটাস পাওয়ার প্রায় ১৯ বছর পার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের টেস্ট উন্নতি হয়নি বিন্দু মাত্র। নতুন টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান যখন বাংলাদেশকে হারিয়ে দেয় তখন আর বোঝার বাকি থাকেনা টাইগারদের টেস্টের অবস্থা কোন পর্যায়ে এসে পৌঁছেছে। আরও পরিস্কার করে বললে, শেষ ছয় টেস্টের পাঁচটিতেই টাইগাররা হেরেছে ইনিংস ব্যবধানে। এমন টালমাটাল দলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে মুখোমুখি হলে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা গণমাধ্যমে কয়েকদিন ধরে যা দেখছি, মনে হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে খেলার আগেই জিতে গেছি। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আমরা যা দেখলাম, জিম্বাবুয়ের বিপক্ষে জিতব এমনটা মনে করে বসে থাকার উপায় নেই।’

জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। তাই তাদের হালকা ভাবে নেওয়া যাবে না বলে মনে করেন পাপন। তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ে জিম্বাবুয়ের জায়গায় আছে, আমরা আমাদের আগের জায়গায় নেই। ওদিক থেকে চিন্তা করলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। বিশেষ করে টেস্টে তারা ভালো করছে।’

পাপন বলেন, ‘দেশের মাটিতে সবচেয়ে খারাপ পারফরম্যান্স কোনটা জিজ্ঞেস করলে আমি বলব আফগানিস্তানের কাছে টেস্ট হার। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আফগানিস্তানের সাথেই যদি হেরে যাই, তাহলে তো জিম্বাবুয়ের সাথেই হারতে পারি।’

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/ এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা