৩৪৮ রানে থামল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯
অ- অ+

শুধু বল হাতেই নয়, প্রয়োজনে ব্যাট হাতেও দলকে ভরসা যোগাতে তিনি সিদ্ধহস্ত। অভিষেকে বুঝিয়ে দিলেন ৬ ফুট ৮ ইঞ্চির কাইল জেমিসন। অষ্টম উইকেটে কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে তার ৭১ রানের পার্টনারশিপে ভর করে তৃতীয় দিন প্রথম ইনিংসে নিজেদের লিড বড়িয়ে নিল নিউজিল্যান্ড। ৪৪ রান করলেন জেমিসন। ৪৩ রান এল গ্র্যান্ডহোমের ব্যাট থেকে। শেষদিকে ৩৮ রানের মূল্যবান অবদান রাখলেন ট্রেন্ট বোল্টও। ৩৪৮ রানে থামল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

অর্থাৎ, ১৮৩ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংসে থামল কিউইরা। গতকাল (শনিবার) ৩ উইকেটের পর তৃতীয় দিন নামের পাশে আরও ২ উইকেট যোগ করলেন ইশান্ত শর্মা। সুতরাং প্রথম ইনিংসে ল্যাঙ্কি পেসারের দখলে ৫ উইকেট। অশ্বিনের ঝুলিতে ৩ উইকেট। নিউজিল্যান্ড সফরে উইকেট খরা কাটিয়ে তৃতীয় দিন কিউই শিবিরে প্রথম ধাক্কাটা হানেন জ্যাসপ্রীত বুমরাহ। উইকেটের পিছনে পান্তের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৪ রানে ফেরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়াটলিং। ব্যক্তিগত ৬ রানে সাউদিকে দ্রুত ফেরান ইশান্ত।

এরপরই অষ্টম উইকেটে চওড়া হয়ে ওঠে গ্র্যান্ডহোম ও জেমিসনের ব্যাট। বুমরাহর ডেলিভারিতে এলবিডব্লিউ হলেও ডিআরএস নিয়ে জীবন ফিরে পান গ্র্যান্ডহোম। দলের লিড ১০০ পার করে ব্যক্তিগত ৪৪ রানে অশ্বিনের শিকার হন জেমিসন। দলের রান ৩০০ পার করে আউট হন গ্র্যান্ডহোম (৪৩)। এরপর দলীয় ৩৪৮ রানে ব্যক্তিগত ৩৮ রানে ইশান্তের পঞ্চম শিকার হয়ে ক্রিজ ছাড়েন বোল্ট। প্রথম ইনিংসে ১৮৩ রানের বড় লিড নেয় নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিন মূলত অধিনায়ক কেন উইলিয়ামসনের ৮৯ ও রস টেইলরের ৪৪ রানে ভালো জায়গায় শেষ করেছিল কিউইরা। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যানের ৯৩ রানের জুটিতে ভর করেই ভারতের প্রথম ইনিংসের রান পেরিয়ে গিয়েছিল হোম টিম। প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট হয়েছিল ভারত।

(ঢাকাটাইমস/২৩ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা