রায়পুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০১
অ- অ+

রায়পুরে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম ফাহিমা আক্তার জুঁই (৯)।

মঙ্গলবার সকাল ১১টায় বাসাবাড়ি বাজার এলাকায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা সোনাপুর ইউনিয়নের মো. জসিমের মেয়ে এবং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফাহিমা স্কুলের গেইটে ঢোকার সময় পেছন দিক থেকে একটি খালি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ফাহিমা মারা যায়। এ সময় ট্রাকটির চালক পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি থানায় নিয়ে আসে।

খবর পেয়ে এই ঘটনার প্রতিবাদে সোনাপুর দাখিল মাদ্রাসার ও সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রাক চালককে আটক করে বিচারের দাবিতে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে রায়পুর উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা