কিশোরগঞ্জে অপহরণ মামলায় একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৯
অ- অ+

স্কুলছাত্রীকে অপহরণের মামলায় কিশোরগঞ্জে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় অন্য তিনজনকে খালাস দেয়া হয়েছে।

বুধবার কিশোরগঞ্জ-১ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক কিরণ সংকর হালদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কায়েস জনি কিশোরগঞ্জ শহরের হারুয়া কলেজ রোডের বাসিন্দা আ. কাদিরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, জেলা শহরের পানি উন্নয়ন বোর্ড রোডের বাসিন্দা ফেরদৌস খানের মেয়ে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত আবুল কায়েস জনি। ২০১৭ সালের ১০ ডিসেম্বর আখরাবাজার ব্রিজের পশ্চিম পাশের নতুন রাস্তায় স্কুলছাত্রী পরীক্ষা শেষে বাসায় যাওয়ার পথে আখরাবাজার ব্রিজের পশ্চিম পাশে নতুন রাস্তায় পৌঁছামাত্রই ভিকটিমের রাস্তা আটকে মুখে গামছা বেঁধে অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের বাবা কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানায় মামলা গ্রহণ না করায় ২০১৮ সালের ৩০ জানুয়ারি কিশোরগঞ্জ-১ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ভিকটিমের বাবা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারক এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের পিপি এমএ আফজল। আসামি পক্ষে ছিলেন মোস্তফা আহমেদ হিমেল।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা