ক্যারিবীয়দের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৩
অ- অ+

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দাপট বজায় রাখল শ্রীলঙ্কা৷ এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের একদিনের সিরিজ জয় নিশ্চিত করল লঙ্কানরা। হাম্বান্তোতায় বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৬১ রানের বড় ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কা৷

টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ৷ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৪৫ রানের বিশাল ইনিংস গড়ে তোলে শ্রীলঙ্কা৷ দলের হয়ে জোড়া শতরান করেন অভিশকা ফার্নান্দো ও কুশল মেন্ডিস৷ শেলডন কটরেল ও আলজারি যোসেফ বল হাতে নজর কাড়েন৷

জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৯.১ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায়৷ শাই হোপ ছাড়া বলার মতো রান করেছেন শুধু নিকোলাস পুরান৷ ওয়ানিদু হাসারাঙ্গা ও লক্ষণ সান্দাকানের স্পিন জুটি ধারাবাহিকভাবে বিব্রত করে ক্যারিবিয়ানদের৷

শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নেমে ফার্নান্দো ১২৩ বলে ১২৭ রান করেন৷ তিনি ১০টি বাউন্ডারি মারেন৷ চার নম্বরে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিস করেন ১১৯ বলে ১১৯ রান৷ তিনি ১২টি চার মারেন৷ বাকিদের মধ্যে থিসারা পেরেরা ৩৬, ধনঞ্জয়া ডি সিলভা ১২, ওয়ানিদু হাসারাঙ্গা ১৭ ও ইসুরু উদানা অপরাজিত ১৭ রান করেন৷ কটরেল ৬৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন৷ যোসেফ নেন ৫৭ রানে ৩ উইকেট৷

ওয়েস্ট ইন্ডিজের হয়ে হোপ সর্বাধিক ৫১ রান করেন৷ পুরান করেন ৩১ রান৷ খাতা খুলতে পারেননি ক্যাপ্টেন পোলার্ড৷ হাসারাঙ্গা ও সান্দাকান ৩টি করে উইকেট নেন৷ ২টি উইকেট নুয়ান প্রদীপের৷ ম্যাচের সেরা হন ফার্নান্দো৷

(ঢাকাটাইমস/২৭ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
আনসার একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন মহাপরিচালক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা