অগোচরে পুকুরে নেমেছিলেন মাসুক, মৃগীরোগে মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৭
অ- অ+

কাউকে না জানিয়ে গোসলে নেমেছিলেন মো. মাসুক মিয়া (২২)। আর সেটাই কাল হলো তার। পানিতে নেমে মৃগীরোগে আক্রান্ত হন। এক সময় ভেসে উঠে তার মরদেহ।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত মাসুক মিয়া মৃগিরোগী ছিলেন। এর আগেও পানিতে নেমে মৃগীরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে, সে সেময় আশেপাশের মানুষ তাকে উদ্ধার করেন। আজ কাউকে না জানিয়ে গোসল নামায় ডুবে মারা যান তিনি। পরে পরিবারের অন্য সদস্যরা গোসল করতে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। মাসুকের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃত মাসুক মিয়া মৃগীরোগী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা