পাট ও পাটপণ্য রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৯:২৫
অ- অ+
ফাইল ছবি

চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম আট মাসে অন্যান্য খাতে রপ্তানি কমলেও পাট ও পাটপণ্য রপ্তানি বেড়েছে প্রায় ২৫ শতাংশ। আর সার্বিকভাবে এই সময়ে রপ্তানি কমেছে ৪ দশমিক ৭৯ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ বৃহস্পতিবার রপ্তানি আয়ের এ সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায় গত আট মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ৬৪১ কোটি ডলারের পণ্য, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৭৯ শতাংশ কম।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্যের রপ্তানি আয় কমেছে। আর তাতে সার্বিক রপ্তানি সূচকে নেতিবাচক হয়েছে।

ইপিবির তথ্যানুযায়ী,এই আট মাসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৬৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৪৬ শতাংশ বেশি।

প্রধান রপ্তানিপণ্য পোশাক খাতেও কমেছে রপ্তানি। ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে ২ হাজার ১৮৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৫৩ শতাংশ কম।

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৬৩ কোটি ১৮ লাখ ডলারের, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ কম।

হোম টেক্সটাইল গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৪৭ শতাংশ কম রপ্তানি হয়েছে। এবার এ খাতে রপ্তানি হয়েছে ৫২ কোটি ডলারের পণ্য।

হিমায়িত খাদ্য রপ্তানি হয়েছে ৩৭ কোটি ডলারের, যা গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৩৯ শতাংশ কম।

চলতি অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার। প্রথম আট মাস শেষে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি পিছিয়ে আছে ১২ দশমিক ৭২ শতাংশ। গত অর্থবছর ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

(ঢাকাটাইমস/৫মার্চ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা