স্বাধীনতা পদক পাচ্ছেন না আলোচিত রইজ উদ্দিন

২০২০ সালের স্বাধীনতা পদকপ্রাপ্তদের তালিকায় সাবেক আমলা এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম ঘোষণার পর থেকেই সমালোচনা হয়েছিলো। সাবেক এই আমলার সাহিত্যে অবদান নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। এই অবস্থার প্রেক্ষিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশোধিত নাম প্রকাশ করা হয়েছে। সেখানে বাদ পড়েছে রইজ উদ্দিনের নাম। মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত তালিকা প্রকাশের ফলে এবার আট বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার।
গত ২০ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ এর জন্য দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর সমালোচনা হয় এস এম রইজ উদ্দিনকে নিয়ে।
কেন রইজ উদ্দিনের নাম সংশোধিত তালিকায় নেই- সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক অধিশাখা) আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে।’
সাবেক সরকারি কর্মকর্তা রইজ উদ্দিন ২৫টির বেশি বই লিখলেও সমকালীন বাংলা সাহিত্য অঙ্গনে তিনি পরিচিত ছিলেন না। তাই স্বাধীনতা পুরস্কারে সাহিত্য ক্যাটাগরিতে রইজ উদ্দিনের নাম দেখে অনেক কবি-সাহিত্যিক বিস্ময় প্রকাশ করেন।
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান ফেইসবুকে লিখেছিলেন, ‘এবার সাহিত্যে স্বাধীনতা পুরস্কার পেলেন রইজ উদ্দীন, ইনি কে? চিনি না তো। নিতাই দাসই বা কে! হায়! স্বাধীনতা পুরস্কার!’
রউজ উদ্দিন নিজেও বলেছিলেন, এত বড় পুরস্কার পাবেন তা নিজেও ভাবেননি।
সংশোধিত তালিকা অনুযায়ী যারা এই পুরস্কার পাচ্ছেন তারা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, মরহুম কমান্ডার (অব.) আবদুর রউফ, শহীদ বুদ্ধিজীবী মুহম্মদ আনোয়ার পাশা ও আজিজুর রহমান, চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্তাদির, সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। এ ছাড়া শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। সংশোধিত তালিকাতে সাহিত্যে কারও নাম উল্লেখ নেই।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ঢাকাটাইমস/১২মার্চ/বিইউ/ইএস)

মন্তব্য করুন