লক্ষ্মীপুরে সাংবাদিক হামলা-মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২০:২৯
অ- অ+

সারাদেশে সাংবাদিক হামলা-মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। রবিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

লক্ষ্মীপুর প্রেসক্লাব আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন- লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাংবাদিক আব্বাছ হোসেন, সাইদুল ইসলাম পাবেল, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপন, ফিরোজ উদ্দিন হাওলাদার, জহিরুল ইসলাম শিবলু, ফারুক হোসেন, আনিস কবির, নজরুল ইসলাম জয়, পলাশ সাহা, হাবিবুর রহমান সবুজ, নাজিম উদ্দিন রানা, ইউসুফ হোসেন, কিশোর কুমার দত্ত, রবিউল ইসলাম, আলী হোসেন প্রমুখ।

তারা তাদের বক্তব্যে প্রথিতযশা সাংবাদিক ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রতিবেদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা প্রত্যাহার ও সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে জেলা প্রশাসক কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া সারাদেশে সাংবাদিক হামলা-মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/১৫মার্চ/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা