লক্ষ্মীপুরে ২১৬ জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ২০:৩০
অ- অ+

লক্ষীপুরে এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত ও তাদের পরিবারের সদস্যসহ ২১৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে দুজন সুস্থ হওয়ায় তাদের কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেয়া হয়েছে। বুধবার সকালে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন আবদুল গফফার জানান, কোয়ারেন্টাইনে থাকা সকলের নিবিড় পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীরা। এর বাইরে দেখাশোনা করার জন্য স্ব-স্ব এলাকার স্থানীয় জনপ্রতিনিধিকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশাসন ও সাদা পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা লোকদের পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।

তার দাবি, ইতোমধ্যে ইতালি, কুয়েত, ওমান, সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে প্রায় ৩৬০০ জন এ জেলায় এসেছেন।

প্রবাসীরা স্বাস্থ্য বিভাগে তথ্য না দিয়ে আত্মগোপনে রয়েছেন উল্লেখ করে সিভিল সার্জন এসব প্রবাসীদের চিহ্নিত করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন।

এদিকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য সদর হাসপাতালে ৫০ বেড ও প্রতিটি উপজেলায় ২০ বেডসহ ১৫০ বেডের আইসোলেশন কর্নার প্রস্তুত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/পিএল/এল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা