রবিউলের এজেন্টকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১৩:৩১| আপডেট : ২১ মার্চ ২০২০, ১৪:১১
অ- অ+

ধানের শীষের প্রার্থীর এক এজেন্টকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। এমন খবর শোনামাত্রই পুলিশ ভ্যানের সামনে হাজির বিএনপি প্রার্থীর প্রধান এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দলের এজেন্টকে ছাড়াতে লাফ নিয়ে নিজে উঠে পড়েন পুলিশ ভ্যানে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-১০ আসনের উপনির্বাচনে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এজেন্ট মো. সেলিম হোসেনকে আটক করে ভ্যানে তোলে ধানমন্ডি থানা পুলিশ। এ সময় দলীয় এজেন্টকে পুলিশের হাত থেকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠে পড়েন ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির প্রধান এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

পুলিশের উদ্দেশে ইশরাক বলেন, আপনারা নির্বাচন চলাকালীন আমাদের এজেন্টকে অন্যায়ভাবে আটক করতে পারেন না। আমার এজেন্টকে ছেড়ে দেবেন না হয় আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে।

এর আগে সকালে জিগাতলা কুয়িন্স কলেজ কেন্দ্রে ইশরাক হোসেন বিএনপির ১২ জন এজেন্টকে ঢুকান। পরে এ নিয়ে বাইরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন তিনি।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা-১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। এরপরই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে ২১ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন।

(ঢাকাটাইমস/২১মার্চ/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী জোটে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
কায়কোবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা