এভারেস্টজয়ী ওয়াসফিয়া করোনায় আক্রান্ত

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২১ মার্চ ২০২০, ১৮:৫২ | প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১৮:৪৮

এভারেস্টজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা জানান। বন্ধুর সাহায্য নিয়ে এই পোস্ট করেছেন বলে জানিয়েছেন তিনি। ওয়াসফিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

ওয়াসফিয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন, ১২ মার্চ তিনি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত হন। ১৩ মার্চ থেকেই তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিতে শুরু করে। ১৭ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নিচ্ছেন।

ওয়াসফিয়া লিখেছেন, ‘হ্যাঁ, আমি কোভিড-১৯ এর সাথে লড়ছি কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এটা পোস্ট করছি আমার এক বন্ধুর সাহায্য নিয়ে। আমি এই আশা নিয়ে পোস্ট করছি যাতে করে কুসংস্কার, ভুল ধারণা ও বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ভুয়া তথ্য ছড়াচ্ছে তা ঠেকানো যায়।’

তিনি তার জন্মভূমি বাংলাদেশের জন্য গভীরভাবে উদ্বিগ্ন সেটাও লিখেছেন।

ওয়াসফিয়া লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলসে আমি কোয়ারেন্টাইনে আছি। অত্যন্ত কঠোর পদক্ষেপ এবং আমার শ্বাসপ্রশ্বাসের ওপর নজর রাখছি। আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। প্রতিটি দিনই সংগ্রামের। কয়েক পা হাঁটাও আমার জন্য কষ্টকর।’

বাংলাদেশের এই পর্বতারোহী ওশেনিয়া/অস্ট্রেলেশিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয়ের মাধ্যমে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেন ২০১৫ সালে। -বিবিসি বাংলা

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :