দুবাইয়ে আটকা সনু নিগম

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ১২:১৯
অ- অ+

দুবাইতে ঘরবন্দি অবস্থায় রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনা ভাইরাসের কারণে তিনি নিজ দেশ ভারতে ফিরতে পারছেন না। সোনু জানান, গত ৫ মার্চ পর্যন্ত তিনি হিমালয়ের বিভিন্ন জায়গায় ছিলেন। এরপরই করোনার জেরে বাতিল হয়ে যায় তার মুম্বাইয়ের কনসার্ট। তাই দুবাইতে চলে আসেন। সেখানে গায়ক স্ত্রী ও ছেলের কাছে রয়েছেন।

সনু নিগমের ছেলের নাম নিভান। গায়ক বলেন, ‘নিভানেরস্কুল বন্ধ। তাই ঘরবন্দি থাকাটা খুব একটা অসুবিধার নয়। আর আমি করোনা আতঙ্ক যতদিন না শেষ হচ্ছে ততদিন দেশে ফিরছি না। সোনুর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন নেটিজেনরা।

তবে এই করোনা আতঙ্কের মধ্যেই সিঙ্গাপুর থেকে মেয়ে নাইসাকে নিয়ে ফিরেছেন অভিনেত্রী কাজল। সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করে কাজলের মেয়ে নাইসা। করোনা আতঙ্কের জেরে বন্ধ সেই স্কুল। তাই মেয়েকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা। তবে দেশে ফিরেই নিয়ম মেনে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।

অভিনেত্রী সোনম কাপুরও সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন ভারতে। তার সঙ্গে স্বামী আনন্দ আহুজা ফিরেছেন। তারাও সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকাটাইমস/২৫মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা