করোনা মোকাবেলায় ৫০ লক্ষ রুপি খরচ করছেন সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২০, ২১:৫৮
অ- অ+

করোনার জেরে ভারত জুড়ে এখন ‘লকডাউন’ চলছে। ঘরবন্দি গোটা ভারত। এই পরিস্থিতিতে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের গরিব ও দুঃস্থদের অন্ন সংস্থানের জন্য এগিয়ে এলেন সেদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি দুঃস্থদের ৫০ লক্ষ রুপি মূল্যের চাল বিতরণ করবেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আগেই এগিয়ে এসেছিলেন সৌরভ। কোয়রান্টাইনের জন্য প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহার করার প্রস্তাবও দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এর আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, ‘আমার শহরকে এমনভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।’

(ঢাকাটাইমস/২৫ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭ জন 
সীমান্তে দাদাদের বাহাদুরির দিন শেষ: নাহিদ ইসলাম
আমাদের সংগ্রাম আওয়ামী হিন্দুস্তানের বিরুদ্ধে: জাগপা
ধামাকা শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে গ্রেপ্তার দেখাল পুলিশ, আদালতে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা