করোনার প্রশংসায় বিদ্যা বালান!

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২০, ১১:২৮| আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:৩৭
অ- অ+

মরণঘাতি করোনাভাইরাস আতঙ্কে থর থর করে কাঁপছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন শত শত মানুষের মুত্যু হচ্ছে। আক্রান্ত হচ্ছে হাজার হাজার। গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত সবকিছুই বর্তমানে স্থবির। অথচ সেই করোনাভাইরাসেরই প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘ডার্টি পিকচার’ খ্যাত নায়িকা বিদ্যা বালান।

ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় বিদ্যা করোনাভাইরাসকে ধন্যবাদ জানান। তিনি দাবি করেন, ‘করোনা মানুষকে বড় শিক্ষা দিয়েছে। মানুষ যে বিলাসিতা করে তার মর্ম দিতে শিখেছে তারা। প্রকৃতির উপর মানুষ কতটা নির্ভরশীল, তা বুঝতে শিখিয়েছে করোনা। মানুষ সমস্ত কিছুতেই কত ব্যস্ত হয়ে আসল জিনিসগুলো এবং পরিবারকে ভুলে গিয়েছিল।’

অভিনেত্রী আরও বলেন, ‘করোনাকে ধন্যবাদ যানবাহন বন্ধ করে দেয়ার জন্য। কারণ পৃথিবী থেকে বহুদিন পরে দূষণ চলে যাচ্ছে। এই ভাইরাসের জন্যই সকলে সকলের খবর রাখছেন। সবাই এক সঙ্গে বাঁচার চেষ্টা করছেন। সবাই পরস্পরের সমস্যার কথা শুনছেন। আর এ সবই হচ্ছে করোনাভাইরাসের জন্য। তাই ধন্যবাদ করোনাভাইরাস।’

কথাগুলো বাস্তব হলেও এই ভিডিও দেখার পর বিদ্যার সমালোচনায় মেতেছেন অনেক নেটিজেন। তারা বলছেন, যে করোনাভাইরাসের আতঙ্কে সারা বিশ্ব ত্রস্ত হয়ে আছে, সেই মরণ ভাইরাসকেই ধন্যবাদ জানালেন অভিনেত্রী। অনেকে প্রশ্ন তুলছেন, বিদ্যার কোনও প্রিয়জন যদি করোনায় আক্রান্ত হতেন, তাহলেও কি তিনি একই কথা বলতেন?

ঢাকাটাইমস/২৬মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা